বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বাঘা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) সকালে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,চকনারায়ণপুর গ্রামের মৃত করিম মণ্ডল ঔরফে বেলাল স্ত্রী বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর লতিফা খাতুন রঞ্জনা(৪৮) ও ব্যাংগাড়ী চানপুর গ্রামের পিতা মৃত আফতাপ মন্ডল আফুর ছেলে হযরত আলী রান্টু(৪৮) ও পাকুড়িয়া গ্রামের পিতা মৃত মজিদ এর ছেলে শরিফুল ইসলাম(৩১)।
ডিবি সূত্রে জানা যায়,রবিবার(২৮ এপ্রিল )সকাল সাড়ে ছয়টার দিকে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম এর আম বাগানের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা হইতে মাদক ব্যবসায়ী মোছাঃ লতিফা খাতুন @ রঞ্জনা (৪৮) ও মোঃ হয়রত আলী @ রান্টু (৪০)কে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি মোটরসাইকেল সহ আটক করেন।
এর আগে একই জায়গা থেকে ডিবি পুলিশ সকাল পাঁচটার দিকে পাকুড়িয়া গ্রামের শরিফুল ইসলাম (৩১) কে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
শরিফুলের বিরুদ্ধে বাঘা থানার মামলা নং-৪২, তাং-২৮/০৪/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ রুজু হয়ছে।
রঞ্জনা ও রান্টুর বিরুদ্ধে মামলা নং-৪৩, তাং-২৮/০৪/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯(ক)/৪১/২৬ রুজু হয়েছে। উভয় মামলাটি তদন্তাধীন।