বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুরে অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯মে ) সকাল সাড়ে ১০টার দিকে আলাইপুর মাহাজনপাড়ায় এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বাঘা উপজেলার রামশাপুর গ্রামস্থ জনৈক জৌলুশ (৬০), পিতা-মৃত নছির হাজী এর আম বাগানের পূর্ব পার্শ্বে আলাইপুর মহাজনপাড়া টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আলাইপুর ভুড়িপাড়া গ্রামের পিতা সাবদার হোসেন ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৬)কে ২১ (একুশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা নং-২৪, তাং-১৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪ (খ) রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
