বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় নিয়োগ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় কলেজটির গভর্নিং বডির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধিকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩-এর আদালতে জামিন আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী কাউসার আলী।
বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের জাহিদুল ইসলাম (জাহিদ) ৫মে ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করেন। মামলায় আব্দুল গণি কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিনুর রহমান (বিপ্লব),ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
_1.jpeg)