নিজস্ব প্রতিবেদকঃ কাশিনাথপুরে ব্যবসায়ীর নিকট থেকে প্রত্যাশিত চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) অঙ্গ সংগঠন কৃষক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান টিপুর বিরুদ্ধে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান টিপু কাশিনাথপুর হাঁটের চলতি বাংলা অর্থবছরের ইজারাদার। এঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কাশিনাথপুর ইউনিয়নাধীন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজেম।
তবে হাঁট মালিক পক্ষের দাবি চাঁদা নয় উল্লেখিত দোকানটি কাশিনাথপুর হাঁটের ইজারা অফিস ছিল যা কোন নিয়ম না মেনে তৎকালীন আওয়ামী শাসনামলে তিনি কব্জায় নিয়েছিলন। আমরা এখন হাঁটের ইজারা অফিস ফেরত চাচ্ছি।
ভুক্তভোগী কাজেম শেখ বলেন, ০৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুস্তাফিজুর রহমান টিপু আমার নিকট থেকে দুই দফায় (১৫,০০০+১,০০,০০০) এক লক্ষ পনেরো হাজার টাকা চাঁদা নিয়েছে। আমি ব্যবসা টিকিয়ে রাখতে ও নিজের নিরাপত্তার স্বার্থে এ চাঁদা দিতে বাধ্য হয়েছে। এখন সে আমার নিকট ৫ লক্ষ টাকা দাবি করছে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার দোকান তালা দিয়েছে। আমি এই চাঁদাবাজের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
জানা যায়, কাশিনাথপুর হাঁটের জায়গার ঘর (যা হাঁটে কাজে পুর্বে ব্যবহৃত হতো ও পরবর্তীতে বণিক সমিতির অফিস ছিল) ২০১৭-২০১৮ সালে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি মীর মঞ্জুর এলাহীর নিকট থেকে ভাড়া নেয় কাজেম শেখ।তার পর থেকে কাজেম সেখানে চাউলের ব্যবসা করে আসছিল।তবে চলতি বাংলা অর্থবছরে কাশিনাথপুর হাঁটের লিজ পায় মুস্তাফিজুর রহমান টিপু।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
