নিজস্ব প্রতিনধি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হাটপাড়া গ্রামে শনিবার(১২জুন)দিবাগত রাত ৮টার দিকে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়,বাউসা হাট পড়া গ্রামের মৃত ময়েজ কারিগরের ছেলে মানিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এই ঘটনা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাঘা কার্যালয়ের স্টেশন মাস্টার আবুল কাশেম।
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। অগ্নি কান্ডের ঘটনায় নগদ টাকা, ১টি শয়ন ঘর,আসবাবপত্র ও গোয়ালঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন তিনি ।
Tags
শিক্ষা