বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম রবিন (২৩) নামে যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বাঘা উপজেলার বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিনের কাছে ১৫টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে। আটক রবিনের বাড়ি বাঘার পাকুড়িয়া গ্রামে।
পুলিশ জানায়,অভিযানের সময় পারভেজ নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। মামলায় তাকেও আসামি করা হয়েছে। আর আটক রবিনকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।