বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে সভাপতি দস্তুল আলী সাধারণ সম্পাদক আঃ কাদের মোল্লা ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার( ৩০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১২টা পর্যন্ত বলরাম পুর ফারুকের আম বাগানে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।
ভোট গ্রহণ শেষে ফলাফলে দস্তুল (আনারস মার্কা)১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। নিকটতম প্রার্থী লিটন মাষ্টার পেয়েছেন (মাছ মার্কা)১০ ভোট। সাধারণ সম্পাদক পদে আঃ কাদের মোল্লা (আম মার্কা)১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী ফিরোজ (চাকা মার্কা)পেয়েছে ১২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জান (টিউবওয়েল মার্কা) ১৬ ভোট। নিকটতম প্রার্থী জিয়ারুল পেয়েছেন (মই মার্কা) ১১ ভোট।ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩ জন করে ৯টি ওয়ার্ডে মোট ২৭ জন ভোটাধিকার প্রয়োগ করে।
উক্ত নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বি এন পির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।