বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃচতুর্থ ধাপে অনুষ্ঠিত বাঘা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরন বিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার মোজাহার হোসেন মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলী সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মজিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার মনিরুজ্জামান(ভূমি), থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান শফিক (তদন্ত), আনছার-ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ। প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম(নৌকা প্রার্থী),নাসির উদ্দিন( স্বতন্ত্র),শফিকুল ইসলাম(নৌকা প্রার্থী),আনোয়ার হোসেন পলাশ(স্বতন্ত্র),আজিজুল আযম(স্বতন্ত্র),বাবুল দেওয়ান (নৌকা প্রার্থী),এনামুল হক(স্বতন্ত্র),(স্বতন্ত্র) নুর মোহাম্মদ তুফানের পক্ষে তার স্ত্রী রোজিনা আকতারী প্রমুখ।
এসময় উপজেলার ৩টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
Tags
শিক্ষা