মোঃবানী ইসরাইল হিটলারঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউপিতে সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল করিম (শিবলী )এর নিকট থেকে বেসরকারি ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সোহেল রানা দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার(০২ জানুয়ারি) -২০২২ এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ ও ৬নং মাটিকাটা ইউপিতে সর্বস্তরের জনসাধারন সকল শ্রেণী-পেশার মানুষের আস্থার মানুষ চেয়ারম্যান মোঃ সোহেল রানার প্রতিশ্রুতি, মডেল হিসাবে মাটিকাটা ইউপির উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে দায়িত্ব গ্রহণ করেন মোঃ সোহেল রানা চেয়ারম্যান।
নবনির্বাচিত চেয়ারম্যান নিজ কক্ষে দ্বায়িত্ব গ্রহন করে বলেন, অত্র মাটিকাটা ইউপিতে জন্ম নিবন্ধন যথা সময় আপনার করেন এবং সকলের সাহায্যে সহযোগিতা করবেন এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব।
এলাকার রাস্তা ঘাট স্কুল/ কলেজ আরো উন্নয়ন শীল ধরে রাখতে আমি সর্ব সময় এক ধাপ এগিয়ে থাকবো।
সকল নাগরিকের সু-সাস্থ্য নিশ্চিত করেন। গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যান আমার নিবেদিত প্রাণ।
পরি শেষে তিনি সকল মেম্বার ও মহিলা মেম্বারদের বলেন আপনারা
সর্বস্তরের জনগণের পাসে থাকবেন যে কোন আপত কালিন সময় আপনারা আমাকে পাসে পাবেন।
তিনি আরো বলেন যে সমস্ত কাজ অসমাপ্ত আছে সব কাজ যথা সময় সম্পর্ন হবে।
এ সময় উপস্থিত মোঃ আবু তাহের মোঃমোহব্বাত আলী ( মিন্টু) ২নং ওয়ার্ড মেম্বার সদস্য তোজাম্মেল হক, ৭নং ওয়ার্ড মেম্বার সদস্য মোঃ নুরুজ্জামান নুরু ৬ নম্বর ওয়ার্ড ও ৬নং মাটিকাটা ইউপির সকল সমর্থক ও কর্মী বৃন্দ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণের পাশে থেকে সহযোগিতা সহ বিভিন্ন সেবা প্রদান কররো। এলাকার অঙ্গ সংগঠন আওয়ামী লীগ সহ সুশীল সমাজ ও সাংবাদিকগন।