জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি :
"মুজিব বর্ষের সফলতা, ঘড়েই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ এর সভাপতিত্বে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এসব কর্মসূচী পালন করা হয়।
এসময় বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও বিনা সুদে ভুক্ত ভুগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে এ দিন বিকালে সমাজসেবা কার্যালয় চত্বরে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার ২০ জন ভিক্ষুকের মাঝে ১ টি করে গরু বিতরণ করা হয়। গরু বিতরণ কার্যক্রমে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন,ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ এটি একটি সরকারের চলমান প্রক্রিয়া,আর নতুন করে কেউ যেন ভিক্ষাবৃত্তি না করে সে দিকে খেয়াল রাখতে হবে। জাত ব্যবসায়ী ভিক্ষা করা চলবেনা। এসময় একজন জাত ব্যবসায়ী (খগেশ্বর) ভিক্ষুককে তিরস্কার করেন এবং তাকে ভিক্ষা বৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন। অপর একজন (ফাতেমা) ভিক্ষুককে তার ছেলের কাছে রেখে দেওয়ার জন্য জন-প্রতিনিধিদের অনুরোধ করেন।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।