স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীর বাঘা উপজেলার ২ নম্বর গড়গড়ী ইউনিয়ন শাখার আমির এবং বাঘা উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সরকার ইন্তেকাল করেছেন। (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি একজন সদালাপী, পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন।
(১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অধ্যাপক নজরুল কিডনি ও লিভার জনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টায় খাঁয়েরহাট উচ্চ বিদ্যালয় মাঠ চ্ত্তরে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
বাঘার খাঁয়েরহাট উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম সরকার ছিলেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। এদিকে,তার মৃত্যুতে জামায়াতসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।