স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জে ভ্যান শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে সভাপতি পদে আবদুল কাদের (ছাতা) প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনারুল হক (আনারস) প্রতীকে প্রাপ্ত ভোট ৬৯টি । সাধারণ সম্পাদক পদে সাহারুল ইসলাম (চেয়ার) প্রতীকে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুস সালাম (রিকসা) প্রতীকে প্রাপ্ত ভোট ৪১ টি।
ক্যাশিয়ার পদে মোহাম্মদ শান্ত ইসলাম (ফুটবল) প্রতীকে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন (মোরগ) প্রতীকে প্রাপ্ত ভোট ৬৩ টি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মীরগঞ্জ ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে তিনটি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার হিসেবে গোলাম মুর্শেদ। মোট ভোটার সংখ্যা ছিল ২০৮ জন। ভোটার উপস্থিতি ছিলেন ১৭০ জন ।
Tags
রাজনীতি