রাজশাহী ব্যুরোঃ রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের দেলুয়াবাড়ি এলাকায় এ,আর পলিমার প্রাইভেট লিমিটেড নামে একটি ইন্ডাট্রিজ এর উদ্বোধন করা হয়। রাজশাহীর পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ইন্ডাট্রিজ করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাকরীর পিছনে সময় নষ্ট না করে উদ্যেক্তা হতে হবে। চাকরী করে এই যুগে পরিবার পরিজন নিয়ে সততার সাথে চলা অত্যন্ত কষ্টকর। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী করতে সহজ শর্তে ঋনের ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি আরো বলেন, একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান করলে সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। সেইসাথে এলাকার পরিচিতি পারে। যেমন দেলুয়াবাড়ি গ্রাম পবার দামকুড়া ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। কতজন মানুষ এই গ্রাম চেনেন। যখন এই ইন্ডাট্রিজ বড় হবে, এখানকার গ্রামের নাম সবাই জানবে এবং এখানে আসবে। তিনি আরো বলেন, ইন্ডাট্রিজ যেমন উপকার করে, তেমনি মানবদেহের জন্য কিছু অপকারও করে। সেজন্য পরিবেশ দূষন থেকে সতর্ক থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে ইন্ডাট্রিজ এর সাফল্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনজাত করা হয়। সব শেষে সংসদ সদস্য পুরো ইন্ডাট্রিজ পরির্দশন করেন।
দামকুড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফিক, দামকুরাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিন আক্তার লিটন, ইন্ডাট্রিজ এর পার্টনার আমির মির্জাসহ অন্যান্য পার্টনার, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও একাবাসী উপস্থিত ছিলেন।