রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদমিনারে জুতা পরে বিএনপি নেতা পুষ্পস্তবক অর্পণ করেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়ে জুতা পরে শহীদ মিনারে উঠে শহীদদের প্রতি অসম্মান করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু।
জানা যায়,সোমবার সকালে বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।এ সময় জুতা পরা অবস্থায় দেখতে পাওয়া যায় উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুকে। এ পুষ্পস্তবক অর্পণ এর কিছুক্ষন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার শহীদ মিনারে জুতা পরে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়। এ ঘটনায় অনেকেই তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এ প্রসঙ্গে ওই বিএনপি নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মেবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমরা এ ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।"
এ বিষয়ে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানান, একটি ছবি আমি ফেসবুকে দেখেছি এবং বিভিন্ন ব্যাক্তির কাছে শুনেছি। তাছাড়াও ছোট বেলা থেকে দেখছি প্রতিবছর ২১ ফেব্রুয়ারী খালি পায়ে শহীদদের সম্মান জানাতে শহীদমিনারে ফুল দেওয়া হয়। জুতা পরে শহীদ মিনারে উঠা শহীদদের প্রতি অসম্মানই নয় বরং শাস্তি যোগ্য অপরাধ।
Tags
রাজনীতি