স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাঘায় চতুর্থ ধাপে নির্বাচিত বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রম্নয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ৫ নং বাউসা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বাউসা ইউনিয়ন পরিষদের সচিব রফি আহম্মেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড়ের ৯ জন ইউপি সদস্য তিনটি সংরক্ষিত নারী সদস্যসহ ইউনিয়নের কর্মকর্তা/কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tags
বিবিধ