রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসমূহ ।
অন্যান্যদের মধ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগর নোমানী, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ প্রায় চার বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। ১৯৮৮ সালে তৎকালীন সাপ্তাহিক সোনার দেশ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু হয় বাবলুর। এরপর ১৯৯১ সালে দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি। আর ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পর বন্ধ হয় যায় দৈনিক উপচার। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন।