হাবিল উদ্দিন, বাঘা,রাজশাহীঃ রাজশাহীর জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই আপন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুস সামাদ(৭০)নামে এক জন আহত হয়েছেন।বুধবার(২২শে জুন)সন্ধ্যা ৭টার দিকে ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,জোতকাদিরপুর গ্রামের আব্দুস সামাদ (৭০)পিতা মৃত সইর মন্ডল গত সোমবার(২০জুন)জমিজমা সংক্রান্ত বিষয়ে বাঘা থানায় একটি অভিযোগ দিয়েছিল।যার তদন্ত করতে এএসআই কামরুল হাসান (২২ জুন)বিকেলে গিয়েছিলেন।পুলিশ চলে আসার পরে, পুলিশ যাওয়ার বিষয়কে কেন্দ্র করে বিবাদী ছোট ভাই বেলাল(৬০) এবং তার বাড়ির লোকজন বাদি সামাদ মণ্ডল কে অতর্কিত মাথায় হাসুয়া দিয়ে কোপ মারে এবং তার সাথে থাকা অন্যান্য লোকজন তাকে এলোপাতাড়ি মারপিট করে হাত ভেঙে দিয়েছে বলে জানা যায়। স্থানীয় লোকজন সামাদ মণ্ডল কে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।আহত আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় রাজশাহী মেডিকেল উদ্দেশ্যে রেফার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন সাজু জানান,ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
