রাবি প্রতিনিধিঃবৃক্ষের প্রয়োজনীতার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব তৃতীয় বারের মত আয়োজন করেছে 'বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২'। শনিবার (২ জুলাই) সংগঠনটি রাজশাহীর পবা উপজেলার মাসকাটাদিঘী বহুমুখী (কারিঃ) স্কুল এন্ড কলেজে এই কর্মসূচির আয়োজন করে।
ক্লাবের সভাপতি আবিদ হাসানের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এসময় রাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সম্পাদকীয় প্যানেলের অন্যান্য সদস্য, মেম্বার, অর্গানাইজার এবং স্কুলের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, 'গাছ শুধু পরিবেশের জন্য নয়, অর্থনৈতিক ভাবেও দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। বৃক্ষের উপর আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এজন্য আমাদের বৃক্ষ রোপণ বৃদ্ধি করতে হবে'। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি।
ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, '২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। আমাদের উদ্দেশ্য পরিবেশকে সুন্দর করে তোলা। বৃক্ষ শুধুমাত্র পরিবেশের বন্ধু নয়, পরিবেশের প্রাণও বটে। পরিবেশ ও প্রকৃতিকে সুন্দর করে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের অবদানকে অস্বীকার করার উপায় নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সব থেকে বড় ভূমিকা পালন করে'।
এরপর ক্লাবের সদস্যরা প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে প্রতি বছর পাঁচ হাজার বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রাবি সায়েন্স ক্লাবের। এবারও ক্লাবটির সদস্যরা সে লক্ষ্যে আজ তারা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০০০ বৃক্ষ বিতরণ করেছেন।
