থানা সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার নাটোর মহোদয়ের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ লালপুর থানা নাটোরের নির্দেশক্রমে লালপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করিয়া মাদক মামলা নং ২৫ তারিখ -২১/১২/২০২২এর আসামী কাঠালবাড়িয়া গ্রামের মোহাম্মদ বলু ছেলে মোঃ সেলিম (৩২),শ্রীনিল কুমার কেরি ছেলে শ্রী রাজকুমার কেরি(২৫)পিতা শ্রীনিল কুমার কেরি।বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের কামাল ছেলে মাদক মামলা নং ২৬ তারিখ ২১/১২/২০২২ আলামত ৩০ বছর ফেনসিডিল এর আসামী বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের কামালের ছেলে মোহাম্মদ আমিরুল (৩৮) ও লালপুর থানার বাদে কুল পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ স্বপন আলী (২২)।বৃহষ্প্রতিবার(২২ ডিসেম্বর) সকালে বিজ্ঞ নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags
আইন-আদালত
