রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ড আবাসিক হোটেল থেকে রাত দুই টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারমধ্যে ১১ জন তরুণী।
মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুন এর নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এদের আটক করা হয়।
পুলিশ জানায়, এই হোটেলটিতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা কারবার চলে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। হোটেল পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।
Tags
আইন-আদালত
