বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে র্যাব-৫ এর একটি দল বাঘা উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন,উপজেলার হরিরামপুর (নন্দীপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (২৮) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমন আলী (২২)।
র্যাব সূত্রে জানা গেছে,আটককৃত দুই যুবক অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রয়ের জন্য হরিরামপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল-৪৯ বোতল (পরিমান ৪৯০০ মিঃলিঃ বা ০৪ লিটার ৯০০মিঃলিঃ) উদ্ধার করে।আসামীদেরকে জব্দকৃত ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদে জানায় যে,তারা পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত আলামত অবৈধভাবে পার্শবর্তী দেশ হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীদের বিরুদ্ধে বাঘা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার রাতে থানায় একটি মাদক মামলা দায়ের করে।আসামীদের শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
