রাজশাহী ব্যুরোঃ দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি )।বাগমারায় পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন,রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা বসতে যাচ্ছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা রইল। তাঁরা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করে।