নিজস্ব প্রতিবেদকঃ তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বিক্ষোভ মিছিল ও শোডাউন শুরু হয়। এতে প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ ও শোডাউনে নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম (তফি), সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), শফিকুল ইসলাম (শফি), যুবদল নেতা তানভির ফাইসাল তুর্যসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গই নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বক্তারা জামায়াত-শিবিরকে এই ঘটনার জন্য দায়ী করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে।
বিক্ষোভ শোডাউন শেষে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।