বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার(১৪ জুলাই )উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশি নতুনবাজারে এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার কাছ থেকে জানা গেছে, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেংঙে ভিতরে ঢুকে নগদ টাকা, টিভি,ভারতীয় দামী কোম্পানীর বিভিন্ন প্রকার শ্যাম্পু,সাবান, তৈলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সেলিম সরকার আরও বলেন,বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭/৮ হাজার টাকাসহ ভারতীয় দামি কোম্পানি শ্যাম্পু,সাবান,বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মুহিদুল,মালেক সরকার,বক্কার দর্জি ও সামাদ এর দোকানীও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে থানায় অভিযোগ দিবেন বলেও জানান তিনি।
দোকান মালিক সূত্রে,,সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম ও সেলিম সরকার,মালেক সরকার,বক্কার দর্জি,সামাদ চা ষ্টল।
চকরাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য শিশির আহমেদ জানান,এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
এবিষয়ে বাঘা থানার (ওসি তদন্ত ) সুপ্রভাত মন্ডল বলেন,চুরির ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।