বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলার বাউসাইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বাঘা উপজেলার ৫নং বাউসা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা,বাউসা ইউনিয়ন যুবদল সহ-সভাপতি এনামুল হক
বাউসা ইউনিয়ন ছাত্রদলে সহ-সভাপতি রাজিব আহম্মেদ মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,৫ নং বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল রহমান,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,যুবদল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,বাউসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম,ছাত্রদলের শাহনেওয়াজ সজল, শরিফুল ইসলাম, জয়, আবু রায়হান সহ বাউসা ইউনিয়নের সকল ওয়ার্ডের পর্যায়ের নেতৃবৃন্দরা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত বিএনপি নেতারা বলেন সম্প্রতি ঢাকা মিডফোর্ড হাসপাতালে সামনে আমাদের যুবদল নেতার মৃত্যুকে ঘিরে জামাত শিবির ও এনসিপি নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত দল তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সারা দেশে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নামে নানা অশ্লীল কথা ও স্লোগান দিচ্ছে যা আমাদের বিএনপি জাতিকে আঘাত করেছে আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে তার শাস্তি দাবি করছি। শেষে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।