বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. ফ. ম. হাসান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে।
