স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫)ইং রাজশাহী রাণীবাজার, কাবাব হাউজের কনফারেন্স কক্ষে রাজশাহী বিভাগীয় আহ্বায়ক -রাজশাহী বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট ও বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম নেতৃত্বে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির, রাজশাহী বিভাগ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে প্রবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ পরিচিত সভা আরম্ভ হয়,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আলমগীর হোসেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা, সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাফুজ হাসান সিনিয়র সহ সভাপতি, আবুল হাসেম, আতিকুর রহমান শিক্ষা ও প্রশিক্ষণ সমন্বয়ক। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ কেন্দ্রীয় কমিটি ঢাকা।
বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির, রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ রেজাউল করিম সভাপতি বক্তব্যে তিনি বলেন- বিগত সময়ে আমাদের টেকনিক্যাল কলেজের শিক্ষক দের সাথে যে অন্যায় করা হয়েছে, আমাদের ন্যয অধিকার আদায় করতে গিয়ে আমাদের হয়রানি শিকার হতে হয়েছে, আমি আজ থেকে কথা দিচ্ছি এই রাজশাহী বিভাগীয় কমিটির মাধ্যমে সকল ইউনিট কে আরে শক্তিশালী করে সারা দেশের নেতাদের সাথে সমন্বয় করে আমরা আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দদের আহ্বান জানান - আমাদের কারিগরি শিক্ষার মান উন্নয়নে সকল কে এক সাথে কাজ করতে হবে, এক সাথে এগিয়ে যেতে হবে।
উক্ত অনুষ্ঠানে পরিচিতি সভা শেষে, রাজশাহী বিভাগের সকল জেলা পর্যায়ে ভোকেশনাল শিক্ষক সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ সাথে মধ্যভোজনের মাধ্যমে আজকের এই পরিচিত সভা সমাপ্ত হয়।
