বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ ব্যারিষ্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার সৌজন্যে “কৃষিতেই বিপ্লব—কৃষিতেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর )বিকেলে ছাতারী ও চকছাতারী অঞ্চলের সাধারণ জনগণের আয়োজনে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাতারী, চকছারী ও কানা বিল এলাকার কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “খাল খনন ও পানি নিষ্কাশন কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এ কাজে অংশ নিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি, ৩নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ এবং ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মানবাধিকার বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) ব্যারিষ্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা ভার্চুয়ালে উপস্থিত থেকে কৃষি ও পরিবেশবান্ধব উন্নয়নে তার মতামত ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন আলম।
