রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু'র উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বিষ্ট মন্ডলের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,বাঘা উপজেলা যুবদলের সদস্য জামরুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরমান আলি মোল্লা, বাউসা ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু রায়হান তারা, বাউসা ইউনিয়ন যুবদল সদস্য শামিম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা হুজুর আলী শেখ, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও মীর সুলতান, বিএনপি নেতা ওয়াহেদ আলী শেখ, হায়দার আলী, এবং সাবেক ওয়ার্ড সদস্য ওমর আলী মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রদলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের পক্ষে স্পষ্ট বার্তা দিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের মানুষকে মুক্তি দিতে।
