বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া এলাকায় পেঁয়াজ চুরি করে, বিক্রির সময় বিষ্ট মন্ডলের বাজারে জনতার হাতে আটক হয়েছে ০৩ কিশোর। সোমবার (০৬ অক্টোবর ) সকাল ১০ টার দিকে তারা সঙ্ঘবদ্ধ ওই ০৩ জনকে আটক করেন বাজারের লোকজন।
আটককৃতরা উপজেলার হেদাতি পাড়ার পেঁয়াজ চাষী বিপ্লবের বাসা থেকে ৮১ কেজি পেঁয়াজ চুরি করে,বাউসা ইউনিয়নের বিষ্ট মন্ডলের বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলীর কাছে বিক্রি করেন। এ সময় এলাকাবাসীর তাদের এতো পেঁয়াজ বিক্রি দেখে সন্দেহ করেন,পরবর্তীতে তাদের চাপ দিয়ে জিজ্ঞাসা করলে তারা ০৩ জন এই চুরে করে পেঁয়াজ বিক্রির কথা স্বীকার করেন।
জনতার হাতে আটককৃতরা হলেন, হেদাতি পাড়ার নাজমুলের ছেলে আসলাম, ফয়েজ উদ্দিনের ছেলে মিজান, বুলবুলের ছেলে জ্যাকি। এলাকাবাসী জানাই এর মধ্যে জ্যাকির বিগত সময়ে এমন অনেক চুরির সাথে জড়িত ছিলো, এবং তারা নিয়মিত মাদকদ্রব্য সেবন করে। স্থানীয় অনেকে'ই বলেন তারা মাদক কেনার জন্য এমন কাজ কজের সাথে জড়িত থাকে ।
উক্ত ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ জানিয়েন। তারা বলেছেন বর্তমানে আমাদের ইউনিয়নে চুরির ঘটনা বেড়েই চলেছে, যুবক ছেলেরা মাদকের টাকা ব্যবস্থা করতেই এই সকল চুরির সাথে জড়িত হচ্ছে। মাদক নিযন্ত্রণের বিষয়ে আমরা সকলেই প্রশাসনের সহযোগিতা চাই।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ. ফ. ম আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত ঘটনা সম্পর্কে কেউ অভিযোগ বা থানায় জানাই নাই। তাই আমরা এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পাড়ি নি। তবে আমরা এই সকল চুরির বিষয়ে সজাগ রয়েছি কোন তথ্য পেলে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।
