রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে নার্গিস টাওয়ারের সম্মানিত শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে নির্মাণ কাজের প্রস্তুতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ১লা নভেম্বর (শনিবার) সকাল ১১টায় মহানগরীর রাণী বাজারে অবস্থিত কাবাব হাউজ রেস্তোরাঁয় আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন নার্গিস টাওয়ারের পরিচালনা পর্ষদ।
সভায় টাওয়ারের নির্মাণ কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেয়ারহোল্ডার ও অতিথিরা তাদের মূল্যবান পরামর্শ ও শুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন মাওলানা মাওলানা মাহবুবুল আলম।
এরপর পরিচালনা পর্ষদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মোছাঃ নার্গিস বেগম।
উদ্ভোধনী বক্তব্যে পরিচালকের মধ্যে বক্তব্য রাখেন, ড. মোঃ সোলায়মান, মোঃ আব্দুল্লাহেল বারী, এস এম মিলন, প্রকৌশলী মাসুম বাবু, প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান সাজু, মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, এস এম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, নাজমুল হক।
শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন,প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান (সামিট পাওয়ার লিমিটেড বাংলাদেশ), মোঃ হুমায়ুন কবির (উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), ডা. মুক্তার আলী, মোঃ সাইফুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড), সাজ্জাদ হোসেন এবং ব্যবসায়ী সোহান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ (উপসচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়),
আবু কাওসার মাখন, যুগ্ন সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব,
মোঃ জাবেদ আলী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), প্রকৌশলী মোঃ শাকিলুর রহমান (শাকিল) (বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক), আব্দুল খালেক, আশিকুল আলম লিটু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এছাড়া অ্যাডভোকেট বদরুদ্দোজা বকুলও উপস্থিত ছিলেন।
সভা শেষে সকলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।
