বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বাঘায় ইয়াবা,ফেন্সিডিল ও পলাতক আসামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ) উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
থানা সূত্রে জানা যায়, মাদক হ্যাকার নিয়ন্ত্রণের অংশ হিসেবে( ১৩ ডিসেম্বর ) সকাল পৌনে এগারটায় সাব ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার,রবিউল ইসলামসহ সঙ্গীও ফোর্সসহ পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের জনৈক ইনছার আলীর পুত্র হুর্মত আলি (৫৩)কে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করেন। একইদিন বাঘা থানার মামলা নম্বর ৫ তারিখ ৯/১০/২০২৫ সেকশন সাইবার সুরক্ষা আইন এর ১৭(১)সহ মাদক মামলায় এজাহার নামীয় দীর্ঘদিন আত্মগোপনে থাকা
পলাতক একই সাথে বিজ্ঞ আদালত হতে গ্রেফতারের জন্য মুলতবি থাকা আরও দুইটি গ্রেফতারি পরোয়ানার আসামী আরাজি চাঁদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫)কে আটক করেন।
আজ রবিবার(১৪ ডিসেম্বর ) ভোররাতে আড়ানী ইউনিয়নের জিনা রিফুজিপাড়া গ্রামের জনৈক পিয়ারুল ইসলামের পুত্র ঈশান মোল্লা (১৯)কে অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আটক করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, আসামিদের পৃথক পৃথক মাদক মামলার রুজু করে(১৪ ডিসেম্বর ) সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
