লালপুর ( নাটোর )প্রতিনিধি:নাটোরে লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলা বিলমাড়িয়া এই ঘটনা ঘটেছে।
নিহত নূরি (১১) উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নে মহারাজপুর গ্রামে আব্দুল হান্নানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূরি তার বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে গেলে সে সাঁতার কাটতে না জানাই পদ্মার পানিতে ডুবে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags
জাতীয়
