চারঘাটে ঝিকরাতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার সরদহ ইউপি এলাকার ঝিকরা জোয়ারদারপাড়া গ্রামের রিয়াজের ছেলে শিলন (২৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঝিকরা জোয়ারদারপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী সম্রাট ও শিলনের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার বিকালে ঝিকরা গ্রামের রিয়াজের ছেলে শিলন ও একই এলাকার এমারুলের ছেলে রাজু মটর সাইকেলযোগে বাড়ি থেকে চারঘাট যাওয়ার পথে চারঘাট-পুঠিয়া রাস্তায় ঝিকরার দুলার সাকোর কাছে কালাম মাস্টারের বাড়ির সামনে পৌছালে একই এলাকার নোকিম উদ্দীনের ছেলে সম্রাট (৩০), মৃত মজিরের ছেলে পিয়ার আলী (২৫) ও তার সহযোগীরা শিলনের মটরসাইকেলের গতি রোধ করে ধারালো দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এসময় শিলন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানান।
এদিকে ঘটনার কয়েক ঘন্টার মাঝেই চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল উপজেলার শলুয়া ইউপি এলাকার ফতেপুর থেকে ৫ জনকে আটক করছে।
আটককৃতরা হলেন ঝিকরা জোয়ারদার পাড়ার মোঃ নকিমের ছেলে সম্রাট, মহাসিনের ছেলে জুয়েল, আব্দুর রহমানের ছেলে রাসেল, ঝিকরা দক্ষিন পাড়ার মোঃ জমিরের ছেলে জনি এবং সোহাগ। তাৎক্ষনিকভাবে আটককৃত সোহাগের পরিচয় মেলেনি।