পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক সোনার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. জাহিদ হাসান পলাশ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে পবা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু জাফর। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে নির্বাচনের কাজ শুরু হয়। প্রেসক্লাবের উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে পবা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নিম্ন লিখিতভাবে নতুন কমিটি গঠিত হয়েছে- সভাপতি পদে মো. জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবু জাফর, কোষাধ্যক্ষ জিয়াউল হক, দপ্তর সম্পাদক পদে মো. মাহাবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নাজিবুর রহমান (পারভেজ) ও মো. জামিউল করিম (সুজন)।