বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবণকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার(১১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে পাকুড়িয়া শাহাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত হলেন,বাঘা পৌরসভার ২নং ওয়ার্ড পাকুড়িয়া গ্রামের মোজাহার ফরাজির ছেলে মানিক ফরাজি(৪৭)।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তারের নেতৃত্বে পাকুড়িয়া শাহাপাড়া সংলগ্ন মোজাহার ফরাজির বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওইসময় হিরোইন সেবণকালে মানিক ফরাজি(৪৭)কে আটক করে তার নিজ বাড়ীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।