রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর কাটাখালি থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি বলে খ্যাত লতিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কাটাখালি থানাধীন সাহাপুর এলাকায় নিজ বাসা থেকে পুলিশের এসআই সিরাজ সহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার পলাতক আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ লতিব (৩৮), কে গ্রেফতার করে। লতিব কাটাখালি থানাধীন সাহাপুর এলাকার মোঃ ইছাহাকের ছেলে। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল ইয়াবা নিয়ে এসে খুচরা ব্যাবসায়ীদের চাহিদা পূরণ করত। মাদক ব্যবসা করে অল্প সময়ের মধ্যে কৃষক থেকে হয়েছে লাখোপতি যাকে বলে আগুল ফুলে কলাগাছ।
উল্লেখ্য গত ১৭ জানুয়ারি কাটাখালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিল সহ নিশাদ নামের একজন মাদক কারবারিকে আটক করেন পুলিশ। নিসাদ মাদক কারবারি লতিবেব লেবার হিসাবে কাজ করে। ঐ সময় কুখ্যাত মাদক কারবারি লতিব পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে পূর্বের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।