রোজি আক্তার হ্যাপী : কুয়াকাটা (পটুয়াখালী) থেকে :
পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মুহিব এমপি বলেন, কুয়াকাটা মাননীয় প্রধানমন্ত্রীর সৃষ্টি। কুয়াকাটার আমুল পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ সরকার। কুয়াকাটা এখন সারা বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত একটি নাম। দেশ বিদেশ থেকে এখানে পর্যটকরা সৌন্দর্য উপভোগ করতে আসে। কুয়াকাটাকে পৌর সভায় উন্নতি করা হয়েছে। পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরে বাংলা নৌঘাঁটি, সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, শেখ হাসিনা সেনানিবাস, শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল ব্রীজ সহ কুয়াকাটা-কলাপাড়া তথা দক্ষিনাঞ্চেলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সোমবার রাতে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় এমপি মুহিব্বুর রহমান মুহিব আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ কুয়াকাটার উন্নয়ন করেছে আর আওয়ামী লীগকেই মানুষ ভোট দিবে। নিজেদের ভুলের কারণে কুয়াকাটা পৌর নির্বাচনে অল্প ভোটে হেরেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া পৌরসভায় আমাদের হার লজ্জার। দলীয় কোন্দল ভুলে গিয়ে দলকে সূ-সংগঠিত করতে হবে। অতিতের ভূল ভ্রান্তিকে পেছনে ফেলে পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্ম গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। চাঁদাবাজি, দখলবাজি,সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এসব উন্নয়ন কাজকে থামিয়ে দিতে স্বাধীনতা বিরোধীরা দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে থামাতে পারবেনা। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে মানুষের কাছে গিয়ে তাদের জন্য কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভূইয়া প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ আলম হাওলাদার, মাহবুব আলম আকন, শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্বাস কাজী, ছাত্র লীগ সভাপতি মজিবর রহমান প্রমূখ। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে। সভায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, শ্রমিক লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অংগ সংগঠনের প্রায় ৩শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।