স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ গ্রাম তেপুকুরিয়া দক্ষিন পাড়া এলাকা থেকে বাঘা উপজেলা সদরে যাওয়ার জন্য রওনা হন ঐ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন(৭০)। এরপর তেপুকুরিয়া-আড়পাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপর পড়ে যান। এ সময় তিনি গুরুত্বর আহত হন ।
মুহুর্তের মধ্যে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি ভ্যান যোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমন আলী তাকে মৃত বলে ঘোষনা করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Tags
আইন-আদালত
