নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর বাঘায় মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে।
বাঘা জোন আয়োজিত ১ মার্চ ( মঙ্গলবার) সকালে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘা জোন ইনচার্জ বিধান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জোনের ইনচার্জ রবিউল আলম।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কাওছার আলী(Agm)বাঘা জোন,সাংবাদিক হাবিল উদ্দিন(Agm)বাঘা জোন,বাঞ্চ ম্যানেজার বিকাশ চন্দ্র,বাঞ্চ ম্যানেজার সানারুল ইসলাম,ক্যাশিয়ার অসিত সরকার,শরিফুল ইসলামসহ বীমা কর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বীমা দিবসের প্রতিপাদ্য– ‘বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাব সবাই মিলে'।