রাজশাহী বূরোঃরাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন ডাঃ আশাদুজ্জামান।মঙ্গলবার (১৭ ই মে) দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ডাঃ আশাদুজ্জামান ১৯৮৬ সালের রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৪ সালের আগস্ট মাসে রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকুরীতে যোগদান করেন। ২০২১ সালের মার্চ মাসে তিনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসাবে পদোন্নতি পান। দাম্পত্য জীবনে ডাঃ আশাদুজ্জামানের স্ত্রী ও ২ ছেলে রয়েছে।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পার্থ মনি, ডাঃ মল্লিকা সরকার, ডাঃ রাকেশ, ডাঃ সাবিলা, ডাঃ নাবিলা মেহেনাজ,ডাঃ মাকছুদুল হক,ডাঃ খালিদ রেজা, ডাঃ রাকিব আহমেদ, ডাঃ নিহার চন্দ্র, ডাঃ সত্যজিত ,ডাঃ রিফাত তামান্না, ডাঃ উম্মে হাবিবা ও অফিস সহকারীগন এবং অন্যান্য কর্মচারী বৃন্দ ।
