হাবিল উদ্দিনঃ রাজশাহী বাঘা প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজের বর্হিবিভাগে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের নির্যাতনের প্রতিবাদে বাঘা হাসপাতালের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৬ (জুন) রাজশাহী মেডিক্যাল কলেজের হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখার পরে ছবি তোলায় ওষুধ কোম্পানির ৫ জন রিপ্রেজেন্টেটিভকে (বিক্রয় প্রতিনিধি) কমরে রশি বাঁধার ঘটনায় জড়িত আনসার সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার ২৭( জুন ) দুপুর ১২ টার সময় তারই ধারাবাহিকতায় বাঘা হাসপাতালের গেটের সামনে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন।
বাঘা হাসপাতালের রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) বাঘা কমিটি এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে রিপ্রেজেন্টিটিভরা অভিযোগ করেন, রিপ্রেজেন্টিটিভদের অমানবিক ও মধ্যযুগিয় বর্বরতার মতই মিথ্যা অভিযোগ তুলে রাজশাহীতে আনসার সদস্যরা আমাদের কলিকদের কোমরে রশি বেঁধে দাঁড় করিয়ে রাখে। যা অত্যন্ত মানহানিকর ও লজ্জাজনক। তারা বলেন আমারও দেশ সেবায় নিয়োজিত, ডাক্তার, নার্স ও রোগীদের নিয়ে দিনরাত কাজ করে চলেছি। তারা যদি হাসপাতলে প্রবেশ করতে পারে তাহলে আমরা কেনো পারবো না? বাঘা ( ফারিয়া ) সভাপতি জিল্লুর রহমান বলেন আমরা বার বার লাঞ্ছিত হচ্ছি, কিন্তু আমাদের বলার জায়গা নেই।আমরা শিক্ষিত হয়ে দেশের বুঝা হয়ে দাঁড়িয়েছি।
তিনি এর জন্য দেশের প্রধান মন্ত্রী সুদৃষ্টি কামনা করেন। সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন,এমন হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, এরপর থেকে যদি আসনার সদস্যরা হাসপাতলে ঢুকতে না দেয়,অপমান করেন তাহলে আর বসে থাকবেন না এর তীব্র প্রতিবাদ করবেন। কোন অন্যায় সহ্য করবেন না। এ সময় তিনি এক দিনের কর্ম সূচি বন্ধ ঘোষণা করেন এবং প্রয়োজনে কর্মবিরতি করে ঔষধ সরবরাহ বন্ধ করে দিব।এসময় বাঘা থানার সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি গণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
Tags
সারাদেশ
