চারঘাট প্রতিনিধিঃরাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে পশ্চিমঝিকরা গ্রামে "গ্রাম উন্নয়ন" দলের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ২৮ জুন ২০২২ ইং রোজ মঙ্গলবার বিকেলে সরদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মন্জুরুল ইসলামের বাড়ীর আঙ্গিনায় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সরদহ ইউনিয়ন পরিষদ ৩নং ওয়াডের ইউপি সদস্য মোঃমন্জুরুল ইসলাম এর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দিলিপ কর্মকার অরসর প্রাপ্ত প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় ( সাদীপুর) বিশেষ অতিথি ছিলেন মোঃ মকবুল হোসেন আকরাম অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী।
অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে, সমস্যা সমাধানের জন্য নিজেরাই পরিকল্পনা করেন এবং কিছু সমস্যা মেম্বরের কাছে তুলে ধরেন তার মধ্যে অন্যতম হলো পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, সাবমারসিবল পাম্প, রাস্তা মেরামত ও সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সুযোগ সুবিধা যেন সঠিক ব্যাক্তি পায়। সমস্যা সমাধানের জন্য কথা দেয়। গ্রামের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য দক্ষ ৩০ জন নারীকে বুটিক ও হাতের কাজের ব্যবস্তা করে দিতে চেয়েছেন গ্রাম উন্নয়ন দলের সদস্য ফেরদৌসী বেগম তাছাড়াও ৭ দিনের ফ্রি সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানান। মদক প্রতিরোধে জন্য পাড়া ভিত্তিক উঠান বৈঠক মাসে ১টি করে করবে। বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক নির্যাতন প্রতিরোধের পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিকল্পনা সভা টি পরিচালনা করেন মোঃ আশরাফুল ইসলাম সরকার ইউসি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ চারঘাট রাজশাহী।
