সূর্য্য চক্রবর্তী, (বাগেরহাট ) প্রতিনিধি :
কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের দীর্ঘ ১৮ বছর পর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
২৮জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর ও যুগ্ম-আহবায়ক,মিরাজুল ইসলাম সজিব,কাজী মাজেদুল হক নোমান,সাজিত হাসান সজল,মোঃ আলামিন এর স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখিত কমিটির অনুমোদিত পত্রে বলা হয়েছে আগামী ৩ মাসের জন্য কচুয়া সদর ইউনিয়নের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হল।
কমিটিতে সাজ্জাদ হোসেন শাওনকে আহবায়ক ও রাকিব কাজী,মীর তারিফুল ইসলাম,আলী রাজ,নাজমুল ইসলাম লিমন,অভিক কুমার মৈত্র,ফয়সাল আহমেদ,সাগর শেখ,সাগর দত্ত,যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রলীগের ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা খুবই খুশি।
নব গঠিত কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ সাজ্জাত হোসেন শাওন বলেন, দীর্ঘ দিন ধরে এ ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ছিল না। অবশেষে দক্ষ ও যোগ্য নেতাদের সমন্বয়ে ছাত্রলীগের কমিটি দেওয়ায় তিনি খুবই খুশি। তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ দলটি সব সময় সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে নেমে কাজ করছে। এই কমিটির মধ্যদিয়ে সংগঠন আরো শক্তিশালি ও গতিশীল হবে বলে জানায়।
ইউনিয়নে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় তিনি উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর বলেন দীর্ঘ ১৮ বছর পর কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করেছি।
এছারা সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষে ৯০ দিনের জন্য কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাছারা এই কমিটির মধ্যদিয়ে তৃণমুল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালি হবে বলে জানান।
