বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন।
শুক্রবার(৫আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাঘা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাঘা প্রেসক্লাব-সহ সমাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেত্রীবৃন্দ।উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনা ও নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মামুনুর রহমান ,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, সমাজসেবা অফিসার নাফিজ শরিফ,বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোঃআসাদুজ্জামান,নির্বাচন অফিসার মুজিবুল আলম, উপজেলা প্রকৌশালী রতন কুমার ফোজদার,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু-সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
