আগামীকাল ১১ই আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরপুর-ধন্দহ উচ্চ বিদ্যালয়ে নির্মিতব্য ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন। পরে বাঘা উপজেলার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের অনুদান ও যুব উন্ন্য়নের যুব ঋণের চেক প্রদান করবেন। ওইদিন দুপুরে তিনি নওটিকা উচ্চ বিদ্যালয়ে ও বিকেলে শলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১২ই আগস্ট সকালে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থাকবেন। ১৩ই আগস্ট বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ে নির্মিতব্য ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন। ১৪ই আগস্ট সকালে প্রতিমন্ত্রী জাহাঙ্গীরাবাদ ও চককৃষ্ণপুর বড়াল নদের উপর নির্মিতব্য ব্রীজ উদ্বোধন করবেন। পরে চারঘাট উপজেলার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের অনুদানের চেক ও যুব উন্ন্য়নের যুব ঋণের চেক প্রদান করবেন।
