বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী র বাঘায় মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ালীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১২ আগষ্ট) বিকেলে বাঘার আলাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫ এর পনেরো আগষ্টে নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে শোক সভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে পররাষ্ট্রপ্রতি মন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেন, আমি আমার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী হিসাবে যার নাম উচ্চারণ করছি তিনি হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি কোন দল কিংবা ব্যক্তির দেয়া নাম নয়। এ নাম করনটি দিয়েছিলেন যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা বিবিসি ।এই মানুষটিকে কোন বিদেশী এসে হত্যা করেনি।তিনি আক্ষেপ করে বলেন, বিশ্বের ইতিহাসে আমরা রাজনৈতিক হত্যা দেখেছি সর্বোচ্চ এক থেকে দু’জন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে পুরো পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বিদেশে থাকা বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে ছয় বছর বাংলাদেশে প্রবেশ করতে দেননি। তাদের আশ্রয় দিয়ে ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধি।
চারঘাট-বাঘার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, নদী তীরবর্তী এলাকার মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিলো বাঁধ নির্মান। আমি সর্বোচ্চ চেষ্টা করে সাড়ে ৭শ কোটি টাকা ব্যয়ে সেই স্বপ্ন পূরুণ করেছি। ইতোমধ্যে প্রায় অর্ধেক এর বেশি কাজ সম্পন্ন হয়েছে।বাঁকি কাজ চলমান রয়েছে।তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর নির্বাচনী এলাকা চারঘাট-বাঘার মানুষের পাশে থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীর উপর পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি পাকুড়িয়া ইউনিয়নের ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন,উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগ যুগ্ন আহবায়ক শামিউল আলম নয়ন সরকার,যুগ্ন আহবায়ক সেলিম আরিফ, রাজশাহী জেলা যুব মহিলা লগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক যথাক্রমে সোহাগ ও নাজমুল হোসেন।
উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও উক্ত ইউনিয়ন আ’লীগের নেত্রীবৃন্দ-সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী। সব শেষে পনেরো আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
Tags
রাজনীতি
