বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ- রাজশাহীর বাঘায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১০ টার দিকে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির বাঘা শাখার পক্ষ থেকে উপজেলার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি নারায়নপুর বাজার প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে শেষ হয়। পরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে হরিনাম কীর্তন সহ শ্রীকৃষ্ণের মাহত্ম্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চারঘাট-বাঘা উন্নয়নের রুপকার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের । কিন্তু তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তার পক্ষে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর,বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, কামাল হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,মহিলা নেত্রী হোসনে আরা রিতু ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুজা উদযাপন কমিটির বাঘা শাখার সভাপতি সুজিত কুমার পাণ্ডে বাকু,সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, যুগ্ম সম্পাদক শ্রী কৃষ্ণ, মনিমোহন পাণ্ডে,উপজেলার বিভিন্ন হিন্দু সমাজের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সুধিজন।
ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহন করেছিলেন ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে।কংসের কারাগারে বাবা বাসুদেব ও মাতা দৌবকির কোল আলো করে আসের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেদিন থেকে সেই দিন টিকে সনাতন ধর্মঅবলম্বিরা জন্মাষ্টমী হিসেবে পালন করেন।দুস্টের দমন আর সৃষ্টের পালনের ঐশির শক্তিতে বলিয়ান হয়ে পৃথিবিতে আগমন হয়।
পরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে অসহায়দের মাঝে চাল বিতরন করা হয় ।
আলোচনা সভায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে সবাইকে নিজ নিজ ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে। এছাড়াও মাদকের অপব্যবহার রোধ সহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। সেই সাথে র্যালিতে আগত সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ওসি।
বাংলাদেশ পুজা উদযাপন কমিটির বাঘা শাখার সভাপতি সুজিত কুমার পাণ্ডে বাকু বলেন,আজ এই দিনটি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।’
