মোহনপুর প্রতিনিধি:মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ধোপাঘাটা বাজারে আওয়ামী লীগের দু'গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মিতালী সংঘ ক্লাবঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের শরিফুল ও মোনায়েম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরিণ কোন্দল চলছিল। দলীয় আধিপত্য বিস্তারের লক্ষে গতকাল সোমবার রাতে মোনায়েম গ্রুপের লোকজন হামলা চালিয়ে ক্লাবঘরের চেয়ার, টেবিল, টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এবিষয়ে শরিফুল গ্রুপের বুলবুল মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) পারভেজ বলেন, একাধিকবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Tags
রাজনীতি
