বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শুধু দেশের শ্রেষ্ঠ সন্তান নয় তাদেরকে আলাদা ভাবে পরিচয় করিয়ে দিতে বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এখন থেকে আর মুখে বলার দরকার নেই আমি মুক্তিযোদ্ধা।
স্মার্ট কার্ড প্রদর্শন করলেই সবাই জেনে যাবে বীর মুক্তিযোদ্ধার পরিচয়।যাদের আত্মত্যাগ আর সংগ্রামের ফলে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড প্রধান করছেন। তারই ধারাবাহিকতায় বৃহষ্প্রতিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটায় বাঘা উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশাসন কর্তৃক নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার কাছ থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও স্মার্ট কার্ড গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা আজের আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রয়েজ আলী,৩নং পাকুড়িয়া ইউনিয়ন আ'মীলীগের যুগ্ন আহবায়ক ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সামিউল আলম নয়ন সরকার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।